ডিসি-এসপি পদায়ন: নুর-হাসনাতের চ্যালেঞ্জ-পাল্টা চ্যালেঞ্জ, উত্তপ্ত রাজনীতি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৮:৩৫
ডিসি-এসপি পদায়নে সুপারিশ নিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মধ্যে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা। যুগান্তর আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এনসিপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন নুর।
নুর বলেন, আমার সুপারিশে কেউ ডিসি-এসপি-ইউএনও হয়নি, কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি হয়েছে, ইউএনও হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি, জামায়াত এবং এনসিপি এই আমলাতন্ত্রের ভাগ-বাটোয়ারা করেছে।
নুরের এমন মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নুরকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, যদি কেউ তার বিরুদ্ধে ডিসি-এসপি পদায়নে সুপারিশের কথা প্রমাণ করতে পারেন, তবে তিনি রাজনীতি থেকে ইস্তফা দেবেন।
এই বিতর্কে নুর এনসিপির ‘শাপলা’ প্রতীক চাওয়াকেও বাড়াবাড়ি বলে মন্তব্য করেন। তিনি বলেন, গেজেটে শাপলা প্রতীক না থাকায় শিক্ষিত মানুষের এই প্রতীক নিয়ে ঠেলাঠেলি করা উচিত হয়নি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।