রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

জুলাই সনদ বাস্তবায়ন: জটিলতা কাটছে না, আজ আবার বৈঠক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১১:২০

সংগৃহীত

'জুলাই জাতীয় সনদ-২০২৫' বাস্তবায়নের পদ্ধতি নিয়ে জটিলতা এখনও কাটেনি। তৃতীয় দফায় বর্ধিত মেয়াদের শেষ সময়েও চূড়ান্ত সুপারিশ তৈরি করতে পারেনি জাতীয় ঐকমত্য কমিশন। আজ আবারও এই বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে।

জানা গেছে, আদেশের নাম ‘জুলাই সনদ বাস্তবায়ন (সংবিধান সংস্কার) আদেশ-২০২৫’ চূড়ান্ত হলেও, গণভোটের সময়, সংবিধান সংস্কারের জন্য সংসদের ভূমিকা এবং মেয়াদকাল বেঁধে দেওয়া নিয়ে আলোচনা চলছে। প্রাথমিকভাবে পরবর্তী সংসদকে নয় মাস সময় দেওয়ার কথা ভাবা হচ্ছে।

গতকাল জাতীয় নাগরিক পার্টির, বা এনসিপি-এর প্রতিনিধি দল কমিশনের সাথে বৈঠক করেছে। তারা জানিয়েছে, বাস্তবায়ন আদেশের কপি দেখে তারপর সনদে স্বাক্ষরের সিদ্ধান্ত নেবে।

গতকাল বিকেলে আইন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক শেষে কমিশন আশা প্রকাশ করেছে যে, খুব শিগগিরই একটি সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশপত্র সরকারের কাছে জমা দেওয়া যাবে।

তবে, সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনও ভিন্নমত রয়েছে। সংস্কার প্রক্রিয়ায় অংশ নেওয়া ৩০ দলের মধ্যে ৫টি দল এখনও সনদে স্বাক্ষর করেনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top