রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

পবিত্র ওমরাহ সেরে দেশে ফিরছেন তারেক রহমান! প্রস্তুতি শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৫:৩৬

সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে তিনি সপরিবারে পবিত্র ওমরাহ পালন শেষে লন্ডনে ফিরে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

রোববার (২৬ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর। তিনি জানান, তারেক রহমান আগামী ২০ বা ২১ নভেম্বরের দিকে সৌদি আরব যাবেন।

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যেই একটি বিশেষ নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সরকারি বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে। তাঁর ব্যবহারের জন্য জাপান থেকে বুলেটপ্রুফ গাড়ি আনার কাজও চলছে।

দেশে ফিরে তারেক রহমান গুলশান-২ অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে থাকবেন। এই বাড়িটি ১৯৮১ সালে জিয়াউর রহমানের পরিবারকে সরকারি বরাদ্দ হিসেবে দেওয়া হয়েছিল।

প্রায় সতেরো বছর আগে, ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ওমরাহ শেষে তাঁর দেশে ফেরার খবরে রাজনৈতিক মহলে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top