রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

যুবলীগ নেতা সম্রাট ও আরমানের জামিন বাতিল, গ্রেফতারের নির্দেশ

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৫:৩৬

সংগৃহীত

১৯৫ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মামলায় ক্যাসিনোকাণ্ডে আলোচিত যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট এবং তার সহযোগী এনামুল হক আরমানের জামিন বাতিল করেছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান, সম্রাট জামিনে থাকা অবস্থায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত ছিলেন এবং দেশের বাইরে চলে গেছেন। এছাড়া আরমানও একাধিকবার আদালতে হাজিরা দেননি। এ কারণে উভয়ের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর সিআইডির উপপরিদর্শক রাশেদুর রহমান বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন। আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ও আসামিদের হাজিরা নিশ্চিত করার জন্য দিন ধার্য করেছিলেন।

ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top