তারেক রহমানের কড়া বার্তা: ঐক্যবদ্ধ বিএনপি, গ্রিন সিগন্যাল পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১২:৩৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি এখন চূড়ান্ত প্রস্তুতিতে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য প্রার্থীদের কড়া বার্তা দিয়েছেন। গতকাল (রবিবার) পাঁচ বিভাগের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে তাঁর স্পষ্ট নির্দেশ—মনোনয়ন যাকে দেওয়া হবে, তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আজ (সোমবার, ২৭ অক্টোবর) দ্বিতীয় দিনে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চ্যুয়ালি সাক্ষাৎ করবেন তিনি। মনোনয়ন না পাওয়া প্রার্থীর এলাকায় যেন মিষ্টি বিতরণ বা আনন্দ মিছিল না হয়, সে বিষয়েও কঠোর নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।
ঢাকার বেশ কিছু আসনে ইতিমধ্যেই প্রার্থীরা গ্রিন সিগনাল পেয়েছেন। ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৬ এ ইশরাক হোসেন এবং ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস। তবে সবচেয়ে আলোচিত, গুম হওয়া বিএনপি নেতার বোন সানজিদা ইসলাম তুলি, যিনি ঢাকা-১৪ আসনে লড়বেন।
দলীয় সূত্রে জানা গেছে, অন্তত ৬০টি আসনে দল নির্ভার—যেখানে ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো শীর্ষ নেতাদের প্রাধান্য দেওয়া হয়েছে। ব্যক্তির চেয়ে ধানের শীষকে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। সূত্র: আমাদের সময়, যায়যায়দিন
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।