জুলাই সনদ: আজ হস্তান্তর হচ্ছে সুপারিশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১১:৫৮

সংগৃহীত

অবশেষে চূড়ান্ত হলো 'জুলাই জাতীয় সনদ-২০২৫' বাস্তবায়নের পদ্ধতি সংক্রান্ত সুপারিশ। গতকাল, সোমবার, ঐকমত্য কমিশনের শেষ বৈঠকে এই সুপারিশ চূড়ান্ত করা হয়।

আজ দুপুরে, সুপারিশসংবলিত এই প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে হস্তান্তর করা হবে। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের আলোচনার ভিত্তিতে এটি চূড়ান্ত হয়েছে।

সুপারিশে সনদের আইনি ভিত্তির জন্য একটি 'সাংবিধানিক আদেশ' জারির প্রস্তাব করা হয়েছে, যার ওপর গণভোট হবে। গণভোটে 'হ্যাঁ' পাস করলে, আগামী সংসদ সদস্যদের নিয়ে গঠিত 'সংবিধান সংস্কার পরিষদ' সনদ অনুযায়ী ৮৪টি সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই প্রক্রিয়ার সমস্ত ডকুমেন্ট, অডিও-ভিডিও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন, যা "ইতিহাসের চিরজীবন্ত দলিল" হবে। কমিশন ৩১ অক্টোবরের মধ্যে সরকারের সিদ্ধান্ত জানার আশা করছে। ২২টি রাজনৈতিক দলের স্বাক্ষরিত এই সনদ বাস্তবায়নে সবাই সরকারের দৃঢ় পদক্ষেপের প্রত্যাশা করছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top