তারেক রহমানের কঠোর বার্তা: কঠিন সময় আসছে, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হোন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১৫:৩৪
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে দলের ঐক্যের ওপর জোর দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ না করলে সামনে আরও কঠিন সময় আসছে।
সোমবার সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেন। আবেগঘন বক্তব্যে তারেক রহমান দল এবং খালেদা জিয়ার প্রতি নিজের ভালোবাসা ও অবস্থান তুলে ধরেন।
তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন। একই সাথে, মনোনয়ন পাওয়ার পর আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে, যাতে দলের ঐক্য বিনষ্ট না হয়।
তারেক রহমান স্পষ্ট করেছেন, এক আসনে একজনকেই মনোনয়ন দেওয়া হবে এবং যারা মনোনয়ন পাবেন না, তাদের দল অন্যভাবে পুরস্কৃত করবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে দুই থেকে আড়াইশো আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করা হতে পারে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।