বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর নতুন সুযোগ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১২:৩১

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য নতুন সুযোগ উন্মুক্ত হয়েছে। আগে এ ক্ষেত্রে বাংলাদেশের তুলনায় অন্যান্য দেশের এজেন্সিগুলো বেশি সুবিধা পেত। দুই দেশের আলোচনা শেষে মালয়েশিয়া সরকার বাংলাদেশের বৈধ রিক্রুটিং এজেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিক মানদণ্ড (ক্রাইটেরিয়া) প্রকাশ করেছে।

সরকারি তথ্যবিবরণীতে বলা হয়েছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে আগে বাংলাদেশের তুলনায় অন্য দেশের এজেন্সিগুলোকে বেশি সুযোগ দেওয়া হতো। বর্তমান সরকার অন্যান্য দেশের সাথে সমতা রক্ষা করে বাংলাদেশি সকল বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্টকে তালিকাভুক্ত করার জন্য বারবার অনুরোধ জানিয়ে আসছিল।

গত ২১-২২ মে ঢাকায় অনুষ্ঠিত তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সভায় বিস্তারিত আলোচনার পর মালয়েশিয়ার প্রতিনিধি দল অন্যান্য দেশের মতো একই সুযোগ দেওয়ার লক্ষ্যে বেসরকারি রিক্রুটিং এজেন্ট নির্বাচনের মানদণ্ড নির্ধারণ এবং বাংলাদেশকে অবহিত করার প্রতিশ্রুতি দেয়। এরপর ২৮ অক্টোবর চিঠির মাধ্যমে ‘রিক্রুটিং এজেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া’ বাংলাদেশকে পাঠানো হয়েছে।

বেসরকারি রিক্রুটিং এজেন্ট নির্বাচনের মানদণ্ড:

  1. লাইসেন্স প্রাপ্তির পর ন্যূনতম ৫ বছরের সন্তোষজনক কার্যক্রমের অভিজ্ঞতা থাকতে হবে।

  2. বিগত ৫ বছরে বিদেশে ন্যূনতম ৩ হাজার কর্মী পাঠানোর প্রমাণ থাকতে হবে।

  3. অন্তত ৩টি ভিন্ন গন্তব্য দেশে কর্মী প্রেরণের অভিজ্ঞতা থাকতে হবে।

  4. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক বৈধ লাইসেন্স থাকতে হবে।

  5. প্রেরণকারী দেশের যথাযথ কর্তৃপক্ষ থেকে সদাচরণের সনদ থাকতে হবে।

  6. জবরদস্তিমূলক শ্রম, মানবপাচার, শ্রম আইন লঙ্ঘন বা আর্থিক অপরাধে জড়িত থাকার রেকর্ড থাকবে না।

  7. নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র থাকতে হবে।

  8. ৫ জন আন্তর্জাতিক নিয়োগকর্তা থেকে প্রশংসাপত্র থাকতে হবে।

  9. ন্যূনতম ১০,০০০ বর্গফুট আয়তনবিশিষ্ট স্থায়ী অফিস থাকতে হবে।

  10. বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার শর্তাবলী আইনসম্মত ও পদ্ধতিগতভাবে অনুসরণ করা প্রমাণ থাকতে হবে।

তথ্যবিবরণীতে জানানো হয়েছে, এই শর্ত পূরণকারী সকল রিক্রুটিং এজেন্টকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য তালিকাভুক্ত করার জন্য বাংলাদেশ সরকার মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ জানাবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, ‘নির্ধারিত সিলেকশন ক্রাইটেরিয়া’ পূরণে সক্ষম বাংলাদেশি বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্টরা আগামী ৭ নভেম্বরের মধ্যে আবেদন জমা দিতে পারবেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top