নির্বাচনের প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
মিঠু মুরাদ | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৬:২১
রাজনৈতিক দলগুলোর নির্বাচনের প্রতীক তালিকায় নতুন প্রতীক ‘শাপলা কলি’ যুক্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত এস.আর.ও. নং ৪৩১-আইন/২০২৫ এর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এর আগে কয়েক দফা বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক পাওয়ার জোর দাবি জানায়। দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘শাপলা’ প্রতীক না পেলে তারা নিবন্ধন নেবে না। শেষ পর্যন্ত তাদের দাবি আংশিকভাবে বিবেচনা করে ইসি প্রতীক তালিকায় যুক্ত করেছে ‘শাপলা কলি’।
প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮–এর বিধি ৯-এর উপবিধি (১) সংশোধন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য প্রাপ্য প্রতীক তালিকা হালনাগাদ করা হয়েছে। নতুন তালিকায় মোট ১১৯টি প্রতীক অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে ১০২ নম্বরে ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, প্রতীক তালিকা হালনাগাদের মাধ্যমে আগের ২৪ সেপ্টেম্বর জারি করা এস.আর.ও. নং ৩৮১-আইন/২০২৫ বাতিল করা হয়েছে। নতুন তালিকাটি এখন থেকে কার্যকর হবে।
ইসি সচিবালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেন,
“প্রতীক বরাদ্দ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও আধুনিক করা হয়েছে। এবার প্রথমবারের মতো ‘শাপলা’ প্রতীক যুক্ত হয়েছে, যা শান্তি, সৌন্দর্য ও ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত।”
বর্তমান তালিকায় রয়েছে জনপ্রিয় প্রতীকসমূহ—নৌকা, ধানের শীষ, রেল ইঞ্জিন, ঘোড়া, একতারা, হাতি, বাইসাইকেল, সূর্যমুখী, টেলিভিশন প্রভৃতি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন প্রতীক যুক্ত হওয়ায় আসন্ন জাতীয় নির্বাচনে নবগঠিত দলগুলোর মধ্যে নতুন আগ্রহ সৃষ্টি হবে। বিশেষ করে ‘শাপলা কলি’ প্রতীক শান্তি ও ঐক্যের বার্তা বহন করবে বলে তারা মনে করছেন।
নতুন গেজেট প্রকাশের মধ্য দিয়ে নির্বাচন কমিশন আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির আরও একধাপ এগিয়ে গেল। এখন এই তালিকা অনুযায়ী রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন করবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।