আ. লীগ ও জাপা প্রশ্নে ছাড় নয়: নির্বাচন দাবি নাসীরুদ্দীনের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৭:১১
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি এবং জামায়াতকে কুতর্ক বাদ দিয়ে নির্বাচনী পরিবেশ তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির জন্ম হয়েছিল ‘হ্যাঁ’ ভোটের মধ্যদিয়ে। বিএনপি যদি ‘না’ ভোটে স্ট্রিক্ট থাকে, তাহলে ‘না’ ভোটের মধ্যদিয়েই বিএনপির মৃত্যু হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণভোট আগে হবে, কি হবে না— এটা জামায়াত ও বিএনপির কুতর্ক। এই ধোঁয়াশা দূর করে তাদের দ্রুত নির্বাচন কমিশনকে সহযোগিতা করা উচিত।
এ সময় তিনি সংস্কার কমিশনের সুপারিশমালার ড্রাফট জনসম্মুখে আনার দাবি জানান। তিনি মন্তব্য করেন, এই ড্রাফট প্রকাশ করলেই এনসিপি তাতে স্বাক্ষর করবে।
দেশের পরিস্থিতি ভালো নয় উল্লেখ করে পাটওয়ারী ফেব্রুয়ারির মধ্যে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান। তা না হলে দেশ গৃহযুদ্ধের দিকে গেলে তার দায় প্রধান উপদেষ্টাকে নিতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কোনোভাবেই মেনে নেয়া হবে না। বিএনপিকেও তিনি এই দুই দলকে নির্বাচনে না আনার কথা বলেছেন।
বিষয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।