ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৯২৮ জন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৮ জন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ৯২৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে—
ঢাকা মহানগরে: ৩৪৫ জন
ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ১৯৪ জন,বরিশাল বিভাগে: ১২০ জন,চট্টগ্রাম বিভাগে: ৮৮ জন,খুলনা বিভাগে: ৪৬ জন,ময়মনসিংহ বিভাগে: ৫৬ জন,রাজশাহী বিভাগে: ৬৩ জন,রংপুর বিভাগে: ১৩ জন,সিলেট বিভাগে: ৩ জন
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ২৭৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৯ হাজার ৩৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের সময়েও এডিস মশার প্রজনন বন্ধ না হওয়ায় সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না। তারা মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করার পাশাপাশি ঘরে ও আশপাশে জমে থাকা পরিষ্কার পানিতে নজর রাখার পরামর্শ দিয়েছেন।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।