শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

সংকটের জন্য অন্তর্বর্তী সরকার দায়ী

মিথ্যা বলে জাতির সঙ্গে প্রতারণা করবেন না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৬:৩৪

সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান রাজনৈতিক সংকট এবং নির্বাচন নিয়ে সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন।শনিবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন, দেশের এই বর্তমান সংকটের জন্য সম্পূর্ণভাবে অন্তর্বর্তী সরকারই দায়ী। তিনি সরকারকে মিথ্যা বলে জাতির সঙ্গে প্রতারণা না করার আহ্বান জানান।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে আমাদের একাত্তরকে ভুলিয়ে দিতে চায়। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত এবং জাতি তাদের ‘গোলমাল’ বলার বিষয়টি ভোলেনি।নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল স্পষ্ট করেন, জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোটের সুযোগ নেই। তার দাবি, পিআর না হলে নির্বাচন হবে না—এসব বলে মানুষকে বোকা বানানো হচ্ছে।

তিনি নিশ্চিত করেন, বিএনপি তাদের ৩১ দফায় সব সংস্কারের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছে এবং সব ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে তিনি বলেন, ভারতকে অনুরোধ জানাচ্ছি যেন তাকে ফিরিয়ে দেওয়া হয়, কারণ তাকে বিচারের মুখোমুখি হতে হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top