গণভোট কবে, আজই ঘোষণা! জুলাই সনদ নিয়ে আসছে বড় চমক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৩:৪৫
বহুলপ্রত্যাশিত জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা আজই আসতে পারে। এ উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের বিশেষ সভা ডেকেছেন।
নির্ভরযোগ্য সূত্র বলছে, আজকের সংবাদ সম্মেলন থেকে জাতীয় নির্বাচনের দিনই গণভোটের ঘোষণা দেওয়া হতে পারে। এছাড়া জুলাই সনদ নিয়ে প্রধান দলগুলোর বিরোধেরও নাটকীয় সমাধান মিলতে পারে।
জুলাই সনদের ৮৪টি প্রস্তাবের মধ্যে ৬১টিতেই বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট বা আপত্তি রয়েছে। এর মধ্যে মৌলিক ২০টি প্রস্তাবের ৯টিতেই বিএনপির আপত্তি। জামায়াতও স্থানীয় সরকারের আর্থিক স্বাধীনতা সংক্রান্ত সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন। অন্যদিকে জামায়াত বিএনপিকে স্বৈরাচার হওয়ার খায়েশ পোষণ করার জন্য দায়ী করেছে।
উচ্চকক্ষ গঠন, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এমনকি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রস্তাব যুক্ত হয়ে যাওয়ার মতো বিষয়েও বিএনপির আপত্তি রয়েছে। তবে এনসিপি দ্বন্দ্ব না বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এমন দ্বন্দ্বের মধ্যেও আজ সরকারের সংবাদ সম্মেলন থেকে একটি আশাব্যঞ্জক বার্তা আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।