বিতর্ক সত্ত্বেও বাংলাদেশে আসছেন জাকির নায়েক! ভারত-ঢাকার ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৪:১১
ইসলামি বক্তা ড. জাকির নায়েক আগামী নভেম্বরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে পারেন—এমন খবরে দেশ-বিদেশে আলোচনার ঝড় উঠেছে। তার বিরুদ্ধে অর্থপাচার ও ঘৃণামূলক বক্তব্যের অভিযোগ রয়েছে। সূত্র বলছে, ঢাকা ও পিরোজপুরে তার সমাবেশ আয়োজনের জন্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে অনুমতি দেওয়া হয়েছে। এটি তার প্রথম বাংলাদেশ সফর হতে পারে।
কর্মকর্তারা জানিয়েছেন, সুফি অনুসারী কম থাকায় ঢাকা ও পিরোজপুর অঞ্চলে ধর্মতাত্ত্বিক সংঘাতের আশঙ্কা কম বলে সেখানে অনুমতি দেওয়া হয়েছে। তবে চট্টগ্রাম ও সিলেটে অনুমতি মেলেনি। এই সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে ভারত। তারা তাকে 'পলাতক আসামি' উল্লেখ করে নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের মন্তব্য 'নোট' করেছে। তবে পাল্টা মন্তব্যে তারা ইঙ্গিত দিয়েছে যে কোনো দেশেরই অভিযুক্ত ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়। সরকার তার আগমনকে 'অতিথি' হিসেবে দেখছে।
ইমিগ্রেশন সূত্রে জানা যায়, জাকির নায়েক ২৬ নভেম্বর ঢাকায় পৌঁছাতে পারেন। এরপর ২৭ নভেম্বর ঢাকায় এবং ২৮ নভেম্বর পিরোজপুরে তার সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।
যদিও ডিএমপি আনুষ্ঠানিকভাবে অনুমতির বিষয়টি নিশ্চিত করেনি এবং পিরোজপুরের স্থানীয় প্রার্থীর বক্তব্যও পরস্পরবিরোধী। তবে এসবি'র একজন কর্মকর্তা জানিয়েছেন, সরকার তার ঢাকায় আগমনে আপত্তি করছে না।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।