মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

নির্বাচনের পর বইমেলা: ফেব্রুয়ারিতেই শুরু হচ্ছে একুশে বইমেলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৭:৩১

সংগৃহীত

অবশেষে অপেক্ষার অবসান! আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরই একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরপরই ফেব্রুয়ারি মাসকে বইমেলার জন্য সবচেয়ে বাস্তবসম্মত সময় হিসেবে গ্রহণ করা হয়েছে। এটি সমিতিরই একটি প্রস্তাব ছিল।

বৈঠকে রাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফেব্রুয়ারিতে মেলা আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তবে মেলার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পর।

বাংলা একাডেমি জানিয়েছে, অমর একুশে বইমেলা-২০২৬ আয়োজনের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে। বইপ্রেমীদের জন্য সুখবর, নির্বাচনের পরই শুরু হচ্ছে প্রাণের মেলা!



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top