২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ: খালেদা জিয়া-তারেক রহমান কোন আসনে?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৮:৪১
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। আজ সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকা অনুযায়ী, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লড়বেন ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসনে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসনে।
এছাড়া, ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা-৮ এ মির্জা আব্বাস, ঢাকা-৩ এ গয়েশ্বর চন্দ্র রায় এবং সিরাজগঞ্জ-২ এ ইকবাল হাসান মাহমুদ টুকু।
মির্জা ফখরুল জানান, যেসব আসনে এখনও প্রার্থী দেওয়া হয়নি, তা পরে ঘোষণা করা হবে। বাকি আসনগুলো জোটের শরিকদের জন্য ছাড়া হবে, যারা যুগপৎ আন্দোলন করেছে। এই তালিকা চূড়ান্ত করার আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তত পাঁচটি জরিপ পরিচালনা করেন এবং সাংগঠনিক টিমের মতামত নেন। নির্বাচনের প্রস্তুতির চূড়ান্ত ধাপে বিএনপির এই প্রার্থী তালিকা রাজনীতিতে নতুন উত্তাপ যোগ করল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।