মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

ঢাকা আসনে বিএনপির প্রার্থী তালিকা: আমান, গয়েশ্বর, মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৯:১০

সংগৃহীত

ঢাকার গুরুত্বপূর্ণ আসনগুলো থেকে ধানের শীষ প্রতীক পেলেন যারা—ঢাকা-২ আসনে আমানউল্লাহ আমান, ঢাকা-৩ এ গয়েশ্বর চন্দ্র রায় এবং ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস।

এছাড়া, ঢাকা-১ থেকে খন্দকার আবু আশফাক, ঢাকা-৪ থেকে তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ থেকে নবী উল্লাহ নবী, ঢাকা-৬ থেকে ইশরাক হোসেন এবং ঢাকা-১২ থেকে সাইফুল আলম নীরবকে প্রার্থী করা হয়েছে। ঢাকা-৭ আসনটি এখনও বরাদ্দ হয়নি।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর একটি গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছেন তারা। যেসব আসনে যুগপৎ আন্দোলনকারী শরিকদের প্রার্থী থাকবে, সেখানে সমন্বয় করে নেওয়া হবে। এই চূড়ান্ত তালিকার আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top