মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

শামা ওবায়েদ, সানজিদা তুলি: দুই নারী নেত্রীর আসনে ধানের শীষ, তালিকায় নেই রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৯:৩২

সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বিএনপি। ফরিদপুর-২ আসন থেকে লড়বেন দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। নগরকান্দা, সালথা ও ভাঙ্গা উপজেলার কয়েকটি অংশ নিয়ে গঠিত এই আসনে ধানের শীষ পেলেন তিনি।

অন্যদিকে, ঢাকা-১৪ আসন থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ‘মায়ের ডাক’র অন্যতম সমন্বয়ক সানজিদা তুলি। তবে এই তালিকায় নেই দলটির আলোচিত নেত্রী রুমিন ফারহানার নাম। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আপাতত কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

দলের চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে লড়বেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া-৬ আসনে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অবশিষ্ট আসনগুলো পরে ঘোষণা করা হবে এবং শরিক দলগুলোর সাথে সমন্বয় করে চূড়ান্ত তালিকা দেওয়া হবে। নারী নেত্রীদের অন্তর্ভুক্তি এবং আলোচিত নেত্রীর বাদ পড়া—দুইয়ে মিলে বিএনপির প্রার্থী তালিকা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top