বিএনপির ৯ নারী প্রার্থী: খালেদা জিয়াসহ ধানের শীষ পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৯:৫১
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ২৩৭ জন প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে নয়জন নারী প্রার্থী রয়েছেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একাই লড়বেন তিনটি আসনে: দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-১।
বাকি আটজন নারী প্রার্থীর মধ্যে আছেন—ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ ইসলাম, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, এবং মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা। এছাড়া, নাটোর-১ এ ফারজানা শারমিন, ঝালকাঠি-২ এ ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, এবং শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন ধানের শীষ প্রতীক পেয়েছেন।
তালিকা অনুযায়ী, যশোর-২ আসনে সাবিরা সুলতানা এবং সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লড়বেন। এই প্রার্থীর তালিকা সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়জন নারী প্রার্থীর এই তালিকা আসন্ন নির্বাচনে নারী নেতৃত্বে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে বিএনপি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।