নীলফামারীতে স্থাপিত হচ্ছে চীনের উপহার ১ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১২:১৩
অবশেষে নীলফামারীতে স্থাপিত হচ্ছে চীন সরকারের উপহার হিসেবে দেওয়া ১ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ৩০ অক্টোবর জারি করা নোটিশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নোটিশে স্বাক্ষর করেছেন উপ-সচিব ফাতিমা তুজ জোহরা ঠাকুর। অতি জরুরি প্রকল্প হিসেবে নোটিশটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জেলার সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী টেক্সটাইল মাঠে সাড়ে ২৫ একর জায়গার ওপর হাসপাতালটি নির্মাণ করা হবে। ইতোমধ্যে মাস্টার প্ল্যান প্রণয়ন এবং বিভিন্ন স্থাপনার ব্যয় প্রাক্কলনের জন্য নোটিশ জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
চীন সরকারের এই উদ্যোগে নীলফামারীর মানুষ খুশি। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, “হাসপাতালটির ফলে এলাকার স্বাস্থ্য সেবার মান বাড়বে এবং অর্থনৈতিক অবস্থাও শক্ত হবে। উন্নত চিকিৎসার জন্য আর দেশের বাইরে যেতে হবে না।” জেলা বিএনপির সদস্য সচি এএইচএম সাইফুল্লাহ রুবেলও সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সোহেল পারভেজ বলেন, “টেক্সটাইল মাঠ হাসপাতাল স্থাপনের জন্য যথাযথ স্থান। এটি ব্যবসায়িকভাবে জেলা আরও সমৃদ্ধ করবে।”
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাকিউজ্জামান জানিয়েছেন, “চিঠি পাওয়ার পর ডিজিটাল সার্ভে শুরু হয়েছে এবং কাজ শুরু হয়ে গেছে।” জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “টেক্সটাইল এলাকায় ৬০ একরের সরকারি জমি রয়েছে, যার ২৫ একর হাসপাতালের জন্য বরাদ্দ করা হয়েছে। মন্ত্রণালয় হাসপাতালের ব্যয় এবং ডিজাইন নিয়ে কাজ শুরু করেছে।”
উল্লেখ্য, রংপুরসহ কয়েকটি জেলায় নিজ এলাকায় এই হাসপাতাল স্থাপনের দাবিতে আন্দোলনও হয়েছিল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।