১৬ মাসের বকেয়া বেতন দাবিতে সিএইচসিপিদের আন্দোলন অব্যাহত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৩:৪৪
দীর্ঘ ১৬ মাস ধরে বেতন-ভাতা না পাওয়ায় কমিউনিটি ক্লিনিকের ৬৬২ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা বকেয়া বেতন পরিশোধের দাবিতে মঙ্গলবার রাত থেকে রাজধানীর মহাখালীর বিএমআরসি ভবনে অবস্থিত কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কার্যালয় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন।
অবস্থানকারীরা জানান, তারা সরকারি নিয়োগবিধি অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে ২০২৩ সালের মার্চে সিএইচসিপি পদে যোগদান করেন। প্রথম দফায় নিয়মিত বেতন ভাতা পাওয়া গেলেও ২০২৪ সালের জুলাই থেকে বেতন বন্ধ রয়েছে। বারবার আশ্বাস দিলেও কোনো কারণে বেতন আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।
বুধবার (৫ নভেম্বর) সকালেও সিএইচসিপি কর্মীরা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের রুমের সামনে জড়ো হয়ে স্লোগান দেন। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া অবস্থানের কারণে ট্রাস্টের স্বাভাবিক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে।
অবস্থানকারীদের সঙ্গে কর্তৃপক্ষের কয়েক দফা আলোচনা হলেও এখনও কোনো সমাধান হয়নি। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, “কর্মীদের চাকরি সংক্রান্ত সব অনুমোদন আছে, শুধু বেতন প্রদান বাকি ছিল। আমি বেতন প্রদানের জন্য আদেশ জারি করেছিলাম, কিন্তু মন্ত্রণালয় তা স্থগিত করেছে। এখন বিষয়টি মন্ত্রণালয়ের উপর নির্ভর করছে।”
তিনি আরও বলেন, “৬ শতাধিক কর্মীর ভবিষ্যৎ ও জীবিকা ঝুঁকির মধ্যে রয়েছে। মন্ত্রণালয়ে আগের কর্মকর্তাদের পরিবর্তনের কারণে এই জটিলতা তৈরি হয়েছে। এটি কাম্য নয়।”
সিএইচসিপি কর্মীরা জানান, ট্রাস্ট আইন অনুযায়ী পদায়ন ও আর্থিক পাওনা পরিশোধের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বাস্তবায়ন না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।