রাজধানীতে ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৪:০৭
রাজধানীর শাহজাহানপুর থানার বকশীবাগ এলাকা থেকে সুরভী আক্তার মাহফুজা (২১) নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত সুরভী পেশায় গার্মেন্টস শ্রমিক ছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার পর থেকে তার স্বামী আশিকুর রহমান মোল্লা পলাতক রয়েছেন। তিনিও গার্মেন্টস শ্রমিক।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন তালুকদার জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী, গত রোববার রাত থেকে সোমবার দুপুর দেড়টার মধ্যে সুরভীকে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্বামী শ্বাসরোধে তাকে হত্যা করে প্লাস্টিকের বস্তায় ভরে রুমে রেখেছিলেন বলে মনে করা হচ্ছে।
নিহতের ভাই মো. হৃদয় খান জানান, ছয় বছর আগে সুরভী ও আশিকুরের বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান মেহেদী হাসান (৪) রয়েছে। ঘটনার আগে শিশু মেহেদীকে তার দাদির বাড়িতে রেখে আসা হয়। পুলিশের মাধ্যমে জানা যায়, তারা ১ অক্টোবর এই বাসায় ভাড়া উঠেছিলেন। প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সুরভী শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের নুরুল হক খান ও রুবিনা বেগমের কন্যা, আর স্বামী একই উপজেলার পালেকচর ইউনিয়নের বাসিন্দা।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, “পরিবারের অমতে বিয়ে করে তারা বাসায় ওঠেন। আমরা ধারণা করছি, স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছে।”
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।