বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান নির্বাচনে যাচ্ছেন, ছাড়ছেন পদ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৫:০০

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ঝিনাইদহ-১ আসন থেকে আমি মনোনয়ন চেয়েছি। আমি আশাবাদী, মনোনয়ন পাবো। যখন সময় হবে, তখন পদত্যাগ করে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নেব।’

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি ঝিনাইদহ অঞ্চলে রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। আসন্ন নির্বাচনে তাঁর অংশগ্রহণকে কেন্দ্র করে এলাকায় ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম নিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top