বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

আজ আকাশে ‘বিভার সুপারমুন’: চোখ ধাঁধানো উজ্জ্বল চাঁদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৬:১৩

সংগৃহীত

রাতের আকাশপ্রেমীদের জন্য দারুণ খবর! আজ আকাশে দেখা যাবে বছরের অন্যতম আকর্ষণীয় পূর্ণচন্দ্র— ‘বিভার সুপারমুন’! নাসার তথ্য অনুযায়ী, আজ, বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে এটি পূর্ণতা পাবে।

এটি ২০২৫ সালের দ্বিতীয় সুপারমুন। কেন সুপারমুন? কারণ, এই সময় চাঁদ পৃথিবীর তুলনামূলকভাবে সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকবে— প্রায় ৩ লাখ ৫৬ হাজার কিলোমিটার দূরত্বে। তাই আজকের চাঁদ সাধারণের চেয়ে অনেক বড় ও উজ্জ্বল দেখাবে।

বাংলাদেশে ঠিক সূর্যাস্তের পরই, অর্থাৎ বিকেল ৫টা ৩১ মিনিটে পূর্ব আকাশে এর সৌন্দর্য উপভোগ করা যাবে। আকাশ মেঘমুক্ত থাকলে দেশের যেকোনো স্থান থেকেই দেখা যাবে এই মনোমুগ্ধকর দৃশ্য। নাসার পরামর্শ, দূরবীন ব্যবহার করলে তা আরও পরিষ্কারভাবে দেখতে পাবেন। আজকের সন্ধ্যায় চাঁদের সঙ্গে আকাশে বৃহস্পতি গ্রহ এবং প্লাইয়েডস নক্ষত্র ক্লাস্টারও দেখা যাবে।

জানেন কি, নভেম্বরের এই পূর্ণিমাকে কেন ‘বিভার মুন’ বলা হয়? এটি নেটিভ আমেরিকান ঐতিহ্য থেকে এসেছে, যখন বীবররা শীতের জন্য বাঁধ মজবুত করত ও খাবার মজুত করত। কিছু সংস্কৃতিতে এটি ‘ফ্রস্ট মুন’ নামেও পরিচিত।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top