মাইলস্টোন বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৬:৩৭
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন ফোর্সের প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি জানান, দুর্ঘটনার কারণ পাইলটের উড্ডয়নে ত্রুটি। পাশাপাশি তিনি জানান, এখন থেকে বিমান বাহিনীর সব ধরনের প্রশিক্ষণ ঢাকার বাইরে অনুষ্ঠিত হবে।
প্রেস সচিব বলেন, ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি এয়ার ফোর্সের ট্রেনিং এয়ারক্রাফট বিধ্বস্ত হয়, যাতে ৩৬ জন নিহত হন। ওই দুর্ঘটনার প্রেক্ষিতে ২৯ জুলাই একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার, আর্মড ফোর্সেস ডিভিশন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।