বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

ঢাবির উচ্ছেদ বিতর্ক: লাঠি হাতে বৃদ্ধকে শাসিয়ে সর্বমিত্র চাকমা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৩:০৬

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে দুই সপ্তাহ ধরে চলা উচ্ছেদ অভিযান এখন বিতর্কের কেন্দ্রে। মূল বিতর্কের কারণ ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা। ডাকসুর নেতারা 'অবৈধ' দোকান, ভবঘুরে ও নেশাগ্রস্তদের উচ্ছেদ করছেন। তবে এসময় মারধর, হেনস্তা ও মানবিক দিক লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

সর্বশেষ গত মঙ্গলবার রাতে লাঠি হাতে এক বৃদ্ধকে শাসানোর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েন ছাত্রশিবিরের প্যানেল থেকে নির্বাচিত এই ডাকসু সদস্য। ভাইরাল হওয়া ভিডিওতে সর্বমিত্রকে লাঠি হাতে বৃদ্ধের বস্তা কেড়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়। এসময় বৃদ্ধকে আকুতি জানিয়ে বলতে শোনা যায়, আমি মইরা যামু বাপ।

অভিযোগ রয়েছে, সর্বমিত্র যে কমিটিতে ছিলেন, সেটির মেয়াদ ৩০ অক্টোবর শেষ হলেও তিনি নিজ উদ্যোগে এই অভিযান চালিয়ে যাচ্ছিলেন। সমালোচনার মুখে তিনি 'মাঠে না থাকা'র ঘোষণা দিয়েছেন। তবে আরেক সদস্য মারুফ জানিয়েছেন, তিনি মাঠে নামবেন।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আইন এবং মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেছেন, তারা ডাকসু নেতাদের কেবল সহায়ক হিসেবে কাজ করতে বলেছিলেন। এদিকে উচ্ছেদের ফলে ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে রিকশা প্রবেশে বাধার কারণে সাধারণ মানুষ বিড়ম্বনায় পড়ছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top