সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর ইন্তেকাল করেছেন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৫, ১৪:২৫
সাবেক অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। গত ১৩ দিন ধরে বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ রাতে ধানমন্ডির নিজ বাসার সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে তাঁকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।
আবুল হাসান মাহমুদ আলী একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও কূটনীতিক ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
পরবর্তীতে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তবে একই বছরের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন এবং জাতীয় সংসদ বিলুপ্তির ফলে তিনি সংসদ সদস্য পদ হারান।
আবুল হাসান মাহমুদ আলী দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের কূটনীতি, অর্থনীতি ও উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।