রবীন্দ্রনাথের জাতীয় সংগীত নিয়ে বিতর্ক! মাঠে নামছে তৃণমূল-বিজেপি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১৪:২৫
জাতীয় সংগীত নিয়ে ভারতে নতুন বিতর্ক। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'জন গণ মন' নিয়ে পশ্চিমবঙ্গে তুমুল দ্বন্দ্ব শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। বিতর্কের সূত্রপাত ঘটে কর্ণাটকের বিজেপি নেতা বিষ্ণেশ্বর কাগেরির এক বক্তব্যকে ঘিরে। তিনি বলেন, 'বন্দে মাতরম জাতীয় সংগীত হওয়া উচিত ছিল।'
কাগেরি আরও বলেন, 'জন গণ মন' মূলত ব্রিটিশ কর্মকর্তাদের স্বাগত জানাতে লেখা হয়েছিল, যা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি অপমান হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস।
যদিও ওই বিজেপি নেতা পরে মন্তব্য প্রত্যাহার করে নেন, কিন্তু রাজ্য রাজনীতি ততক্ষণে উত্তপ্ত। বিজেপির দাবি, একটি বিশেষ সম্প্রদায়কে খুশি করতে তৃণমূল 'বন্দে মাতরম' উদযাপন থেকে বিরত থাকছে।
তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি ইচ্ছাকৃতভাবে রবীন্দ্রনাথ ও বঙ্কিমচন্দ্রের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে এবং 'রাজনৈতিক ফায়দা তোলার জন্য' ইতিহাস বিকৃত করছে।
১৮৭০-এর দশকে বঙ্কিমচন্দ্রের লেখা 'বন্দে মাতরম' স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণার প্রতীক হলেও, ১৯৫০ সালে সংবিধান সভা এটিকে জাতীয় গানের মর্যাদা দেয়। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।