সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার! সতর্কতা জারি করল বাংলাদেশ সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১৫:৫৪
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে বিভ্রান্তিমূলক অপপ্রচার। সেনাপ্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত নানারকম মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক সতর্ক বার্তায় দেশবাসীর প্রতি এই আহ্বান জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, 'ইদানিং পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে।'
সাধারণ জনগণকে এসব ভুয়া ও বানোয়াট তথ্য থেকে সতর্ক থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
এর আগেও গত ১৯ জুন একই ধরনের প্রচারণার বিরুদ্ধে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছিল বলেও পোস্টে জানানো হয়। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন সংক্রান্ত যেকোনও স্পর্শকাতর তথ্য যাচাই না করে বিশ্বাস করা থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।