শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

ঢাকা-১৪: গুম হওয়া দুই পরিবারের দুই প্রার্থীর লড়াই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১৬:৪৮

সংগৃহীত

ঢাকা-১৪ আসনে এবার ভোটের মাঠের আলোচনায় একেবারে নতুন এক প্রেক্ষাপট। আলোচনার কেন্দ্রবিন্দুতে গুম হওয়া দুই পরিবারের দুই তরুণ মুখ।

বিএনপির গুম হওয়া নেতা সুমনের বোন তুলি পেয়েছেন ধানের শীষ। আর গুমের শিকার ব্যারিস্টার আরমান টিকিট পেয়েছেন জামায়াতের। মিরপুর, গাবতলী থেকে সাভারের কাউন্দিয়া পর্যন্ত বিস্তৃত এই আসনে শেষ হাসি কে হাসবেন— তুলি নাকি আরমান?

বিএনপির সম্ভাব্য প্রার্থী সানজিদা ইসলাম তুলি, গুম হওয়া ভাইয়ের সন্ধানে আন্দোলনের ধারাবাহিকতায় পেলেন মনোনয়ন। তার প্রতিশ্রুতি, প্রতিহিংসার শিকার মুক্ত মানবিক রাজনীতি গড়ার। তিনি চান নতুন, ভিন্ন ধারার রাজনীতি, যেখানে প্রতিহিংসার শিকার হতে হবে না কাউকে।

অন্যদিকে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার আরমানের প্রতিশ্রুতি— শত্রুতা নয়, লক্ষ্য হবে মানুষের কল্যাণ। প্রতিযোগিতা হবে শুধুই মানুষকে সেবা করার জন্য। তবে এলাকার ভোটারদের চাওয়া ভিন্ন। তারা শুধুই প্রতিশ্রুতির ফুলঝুরি চান না। তাদের প্রয়োজন উন্নয়ন, নিরাপত্তা আর কাজের রাজনীতি।

বিশেষ করে, মিরপুরের বড় বাজার থেকে কাউন্দিয়া ইউনিয়নের হাজারো মানুষের দীর্ঘদিনের দাবি একটি ব্রিজ। এটি হলে বদলে যাবে দুই ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা।

প্রথমবার ভোটের মাঠে নামা দুই তরুণ প্রার্থীর এই লড়াইয়ে জয়-পরাজয় যা-ই হোক, ভোটারের প্রত্যাশা, এবার আর ঠকবেন না তারা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top