ক্ষমতায় গেলে 'সংখ্যালঘু সুরক্ষা আইন' করবে বিএনপি: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১২:২৭
বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘু সুরক্ষা আইন করবে বলে ঘোষণা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ, শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে হিন্দু জোটের সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তারেক রহমান বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু কেউ নিরাপদ নয়। এই কারণেই বিএনপি ক্ষমতায় গেলে এই গুরুত্বপূর্ণ আইনটি প্রণয়ন করবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, নতুন বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করার সুযোগ তৈরি হয়েছে, যেখানে দেশের প্রতিটি মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবে। তিনি মনে করেন, সকলের প্রথম দাবি হওয়া উচিত 'তারা বাংলাদেশি', আর এই ভাবনার মাধ্যমেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তারেক রহমান ২০১২ সালে রামু বৌদ্ধ মন্দিরে হামলা এবং ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলাসহ অতীতের কোনো হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় তৎকালীন সরকারের সমালোচনা করেন।
তিনি নোট অব ডিসেন্ট প্রসঙ্গে বলেন, বিএনপি মনে করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা অন্তর্বর্তী সরকারের প্রধান কর্তব্য এবং দলীয় স্বার্থ বাস্তবায়ন এর কাজ নয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।