রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

নারী ক্রিকেটে যৌন হয়রানি: ৯৯% ক্রিকেটারের কুপ্রস্তাবের শিকার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৩:১৭

সংগৃহীত

সাবেক অধিনায়ক জাহানারা আলমের বিস্ফোরক অভিযোগের পর বাংলাদেশের নারী ক্রিকেটে এবার বেরিয়ে এলো ভয়াবহ নিপীড়নের চিত্র। প্রথমে অভিযোগকে বানোয়াট বললেও, পরে চাপের মুখে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় বিসিবি।

সাবেক জাতীয় ক্রিকেটার রেশমা আক্তার আদুরি এক সাক্ষাৎকারে দাবি করেছেন, জাতীয় দলের ৯৯ ভাগ ক্রিকেটারই কুপ্রস্তাবের শিকার হয়েছেন! তিনি আরও বলেন, নারী বিভাগের ৮০ ভাগ পুরুষ কর্মকর্তাই বিভিন্ন সময়ে মেয়েদের উত্ত্যক্ত করেছেন।

এদিকে, অভিযোগ ধামাচাপা দিতে বিসিবির পক্ষ থেকে চলছে জোর চেষ্টা। অভিযোগকারীকে মিথ্যা প্রমাণের চেষ্টা চলছে এবং বিকেএসপিতে থাকা খেলোয়াড়দের মুখ বন্ধ রাখার নির্দেশ সংবলিত ফোন যাচ্ছে বলে জানা গেছে। বিসিবির নারী বিভাগের প্রধানও এই বিষয়ে নীরব।

আদুরি বলেন, পদ হারানোর ভয়ে মেয়েরা মুখ খুলতে পারে না। সাবেক ক্রিকেটার আয়েশা রহমান শুকতারাও নিশ্চিত করেছেন, জুনিয়র মেয়েরা সম্প্রতি তাদের বিব্রতকর অভিজ্ঞতার কথা তাকে জানিয়েছে।

ক্রীড়াঙ্গনের নারীদের প্রতি তাদের একটাই আহ্বান—এই নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলুন। অবিলম্বে কঠোর ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত হোক, এটাই সবার দাবি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top