প্রশাসনে বড় রদবদল, ১৫ জেলায় নতুন ডিসি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৩:২৭
প্রশাসনে বড় রদবদল! ঢাকাসহ দেশের ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক বা ডিসি নিয়োগ দিয়েছে সরকার। শনিবার রাতে এই সংক্রান্ত আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বদলি ও নতুন নিয়োগের মাধ্যমে মোট ১৫টি জেলায় এই পরিবর্তন আনা হয়েছে। নতুন ডিসি নিয়োগ পাওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা, গাজীপুর, নোয়াখালী, হবিগঞ্জ, খুলনা, বগুড়া এবং সিরাজগঞ্জ।
বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকার নতুন জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বাগেরহাটের ডিসিকে নোয়াখালীতে এবং ভোলার ডিসিকে গাজীপুরে বদলি করা হয়েছে।
এই রদবদলে ছয়জন ডিসিকে অন্য জেলায় বদলি করা হয়েছে, এবং উপ-সচিব পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে নতুন করে ডিসির দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।