রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

বড়দিনে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

স্টাফ রিপোর্টার: | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৬:২১

ছবি: সংগৃহীত

সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য আসছে বছরের শেষ দিকের আরেকটি আনন্দের খবর—টানা তিন দিনের ছুটি।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন (Christmas Day) উদযাপিত হবে। এ দিনটি সরকারি ছুটির দিন হিসেবে নির্ধারিত। এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় চাকরিজীবীরা পাবেন টানা তিন দিনের ছুটি।

এ সুযোগে অনেকে পরিবারের সঙ্গে ভ্রমণ বা বিশ্রামের পরিকল্পনা করছেন। সরকারি প্রতিষ্ঠান ছাড়াও কিছু বেসরকারি প্রতিষ্ঠানে একইভাবে দুই দিনের সাপ্তাহিক ছুটি থাকায় তারাও এ সুবিধা ভোগ করতে পারবেন।

ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর চাকরিজীবীদের জন্য আরও দুটি সাধারণ ছুটি বাকি আছে। এর একটি হলো বড়দিন, আরেকটি বছরের শেষ দিকে। তবে নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি নেই।

এর আগে চলতি বছরের সরকারি ছুটির তালিকায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস পড়েছে মঙ্গলবারে, যেদিনও ছিল এক দিনের সরকারি ছুটি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top