‘১৩ নভেম্বর আ. লীগ মাঠে নামলে জনগণ প্রতিশোধ নেবে’
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৮:০৫
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতারা রাজধানীতে ১৩ নভেম্বর কর্মসূচি ঘোষণা করেছেন। তবে ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক খান জসিম রবিবার বিকেলে তার ফেসবুক পোস্টে বলেছেন, ওই দিন যদি দলের কোনো নেতাকর্মী মাঠে নামে তাহলে জনগণ তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। তিনি একই সঙ্গে সরাসরি হুমকি না দেওয়ারও পরামর্শ দিয়েছেন।
রবিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংগঠন (ডাকসু)-র আন্তর্জাতিক সম্পাদক খান জসিম বলেন, “১৩ নভেম্বর নাকি লীগ ঢাকা লকডাউন ঘোষণা করেছে। আমাদের জুলাইয়ের বিপ্লবীরা ওদের হুমকি দিচ্ছে, বের হইলে ঢাকা লকের জায়গায় ওদের লক করে দেবে।”
তবে তিনি একই পোস্টে হিউমরি করার পন্থা হিসেবে হুমকি না দেয়ার পরামর্শও দেন। তার কথায়, “আমি বলি, হুমকি দিয়েন না ভাই। ওদের বের হতে দেন। এ দেশের জনগণের ওপর ওরা যে অত্যাচার চালাইছে তার প্রতিশোধ জনগণ ৫ আগস্ট নেয় নাই।”
পলাতক নেতাদের ঘোষণা এবং খান জসিমের মন্তব্য রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর ইঙ্গিত দিলে, রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা ও শান্তিচর্চা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিষয়টি নিয়ে এখনো সরকারি বা প্রশাসনিক কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।