পদত্যাগের বিষয়ে খোলাসা করলেন উপদেষ্টা আসিফ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৮:৪০
স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগদানের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
রোববার (৯ নভেম্বর) বিকেলে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ভোটার হিসাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, "উপদেষ্টা পরিষদ থেকে কখন পদত্যাগ করব, সেই সিদ্ধান্ত পরে জানানো হবে।"
ঢাকা থেকে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি জানান, "ঢাকা থেকে নির্বাচন করব, এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটা এখানে নিয়ে এসেছি। ভোট যেন অপচয় না হয়।"
কোন আসন থেকে নির্বাচন করবেন তা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "নির্বাচন কোথা থেকে করব, এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ঢাকা থেকে নির্বাচনে অংশ নেব।"
রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার বিষয়ে আসিফ মাহমুদ সজীব বলেন, "আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোন দল কোন আসন ফাঁকা রাখল, সেটি আমার দেখার বিষয় নয়। এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে এককভাবে নির্বাচন করব।"
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।