২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ: ঈদে ৬, পূজায় ২ দিন ছুটি!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১৫:১২
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর রোববার (৯ নভেম্বর) এই প্রজ্ঞাপন জারি করা হয়।
আগামী বছরও উৎসবগুলোতে দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। ঈদুল ফিতরে টানা পাঁচ (৫) দিন। ঈদুল আজহায় পাওয়া যাবে ছয় (৬) দিন ছুটি। আর শারদীয় দুর্গাপূজায় থাকছে দুই (২) দিন ছুটি।
২০২৬ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি থাকবে ২৮ দিন। এর মধ্যে ১১ দিনই পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।
সাধারণ ছুটি থাকছে ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। সাধারণ ছুটির মধ্যে উল্লেখযোগ্য হলো ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১ মে, বিজয় দিবস ও বড়দিন।
ধর্মীয় পর্ব অনুযায়ী রয়েছে ঐচ্ছিক ছুটির সুযোগ। একজন কর্মচারী তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক তিন (৩) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন।
সাধারণ ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি ও ঐচ্ছিক ছুটি যুক্ত করে লম্বা অবকাশ কাটানোর সুযোগ তৈরি হয়েছে আগামী বছর।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।