জামায়াত মুনাফেকি কাজ করছে, সাবধান: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৭:৪৪
রাজনৈতিক ময়দানে বিস্ফোরক মন্তব্য! বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীকে ‘মুনাফেক’ আখ্যা দিয়ে তাদের থেকে সাবধান থাকতে বললেন।
ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় তিনি বলেন, জামায়াত প্রচার করছে তারাই একমাত্র সৎ দল এবং তারা নাকি বেহেশতের টিকিটও দিচ্ছে!’ তিনি যোগ করেন, বেহেশতের টিকিট আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। যারা এসব করে, তারা ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে।
নির্বাচন পদ্ধতির সংস্কার নিয়েও মুখ খুললেন ফখরুল। আনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর পদ্ধতির বিরোধিতা করে তিনি বলেন, জামায়াত ও এনসিপি ভোটকে ভয় পায়, কারণ তারা জানে ভোট হলে তাদের অস্তিত্ব থাকবে না। তাই তারা এই পদ্ধতি চাপিয়ে দিতে চায়।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সংস্কারের নাম করে গায়ের জোড়ে দেশের ওপর কিছু চাপিয়ে দিলে, সব দায়-দায়িত্ব সরকারের হবে, দেশের মানুষ তা গ্রহণ করবে না।
নিজের রাজনৈতিক জীবন প্রসঙ্গে তিনি বলেন, এটাই আমার জীবনের শেষ নির্বাচন। শেষ বয়সে আপনাদের কাছে বিনিত আবেদন, এবার আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের কাজ করার সুযোগ করে দিবেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।