বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

ঢাকা ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১০:২৯

ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা লে. কর্নেল শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে মোতায়েন হয়েছে ১২ প্লাটুন বিজিবি, আর গাজীপুর ও নারায়ণগঞ্জে এক প্লাটুন করে মোতায়েন করা হয়েছে।

লে. কর্নেল শরিফুল ইসলাম বলেন, “বিজিবি সদস্যরা সকাল থেকেই মাঠে তৎপর রয়েছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছে বিজিবি।”

এদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক বাস ও গাড়িতে অগ্নিসংযোগ এবং বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্বৃত্তরা যেভাবে নাশকতা চালাচ্ছে, তাতে রাস্তায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যেকোনো সময় ককটেল এসে শরীরে লাগতে পারে—এমন আশঙ্কা থেকে মানুষ আতঙ্কে রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top