শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন: লড়বেন ধানের শীষ প্রতীকে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৪১

সংগৃহীত

নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় দলবদল! গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে লড়বেন।

আজ শনিবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ তাকে ফুল দিয়ে দলে স্বাগত জানান। মূলত যুগপৎ আন্দোলনের আসন সমঝোতার অংশ হিসেবেই রাশেদ খাঁনকে ঝিনাইদহ–৪ আসনটি ছেড়ে দিয়েছে বিএনপি। এর কয়েক ঘণ্টা আগেই তিনি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন।

নুরুল হক নুরের কাছে পাঠানো পদত্যাগপত্রে রাশেদ খাঁন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে রাজপথের দীর্ঘ লড়াইয়ের স্মৃতিচারণ করেন। তিনি লেখেন, নুরের সম্মতিক্রমেই তিনি পদত্যাগ করছেন এবং ভবিষ্যতে যেখানেই থাকেন, ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও তার এই নতুন রাজনৈতিক যাত্রা এখন দেশজুড়ে আলোচনার তুঙ্গে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top