শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

ভোটার হলেন জাইমা রহমান: আঙুলের ছাপ দিলেন ইসি ভবনে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৭:১২

সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশের ভোটার তালিকায় নাম তুললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। আজ শনিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে তিনি ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

বেলা ১২টা ২৬ মিনিটে মা জুবাইদা রহমানের সঙ্গে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে পৌঁছান জাইমা রহমান। সেখানে তিনি বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করেন। মাত্র ১৮ মিনিটের মধ্যে জাইমা ও জুবাইদা রহমান তাদের এনআইডি নিবন্ধনের কাজ শেষ করে দুপুর ১২টা ৪৪ মিনিটে ভবন ত্যাগ করেন।

জাইমা রহমানের কাজ শেষ হওয়ার কিছুক্ষণ পরই দুপুর ১টার দিকে নির্বাচন ভবনে পৌঁছান স্বয়ং তারেক রহমান। ২০০৮ সালে লন্ডনে চলে যাওয়ার কারণে এত বছর তিনি বা তার পরিবারের সদস্যরা ভোটার হতে পারেননি। তবে গত বছর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এবং দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে আজ পুরো পরিবার ভোটার হওয়ার প্রক্রিয়া শেষ করলেন। তারেক পরিবারের এই নতুন ভোটার হওয়ার ঘটনা রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top