ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রোববার বিভাগীয় শহরে অবরোধের ডাক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০
শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রোববার (২৮ ডিসেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ কর্মসূচির কথা জানানো হয়। ঘোষণায় বলা হয়, শাহবাগে ইনকিলাব মঞ্চের চলমান অবরোধ কর্মসূচি রাতের জন্য স্থগিত করা হয়েছে এবং হাদি চত্বরে কেউ অবস্থান করবেন না। রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২টা থেকে ঢাকাসহ আট বিভাগে অবরোধ কর্মসূচি শুরু হবে।
এর আগে শনিবার শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের একই কর্মসূচির ঘোষণা দেন।
এদিকে শনিবার রাত ১১টার দিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শাহবাগে এসে আন্দোলনরত জনতার সঙ্গে কথা বলেন। এ সময় উপদেষ্টা ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি তুলে ধরেন এবং আগামী ৭ জানুয়ারির মধ্যে অভিযোগপত্র দাখিলের আশ্বাস দেন। পাশাপাশি দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার প্রতিশ্রুতিও দেন তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করা একটি জাতীয় দায়িত্ব। তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। তবে তদন্তের স্বার্থে কিছু তথ্য প্রকাশে সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “যে মানুষের মৃত্যুতে ১২ থেকে ১৫ লাখ মানুষ জানাজায় অংশ নেয়, তার হত্যার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।