শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড

চার মুক্তিযোদ্ধার খেতাব ও সনদ বাতিলের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ১৭:৫১

ফাইল ছবি

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত চার খুনির (শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নুর চৌধুরী, এ এম রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিন) মুক্তিযোদ্ধা খেতাব ও সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)।

এছাড়া, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক আহমেদসহ বিতর্কিতদের মুক্তিযুদ্ধের সময় ভূমিকা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে।

চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জামুকার প্রস্তাবনা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন জামুকার মহাপরিচালক জহুরুল ইসলাম।

তিনি জানান, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের লক্ষ্যে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রতিবেদন আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছে জামুকা।

প্রসঙ্গত, দেশের ৩৭৬টি উপজেলায় যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। বাকি আছে এখনো ১১৪ উপজেলা।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top