অন্তর্বর্তী সরকারের পারফরম্যান্সে হতাশ বাঁধন
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ১৩:৪৬

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাঁধন বলেন, “আমি চেয়েছিলাম সাম্যের বাংলাদেশ, যেখানে থাকবে ন্যায়বিচার ও মানুষের অধিকার। আমরা ভেবেছিলাম, এটা একটা ঐতিহাসিক সুযোগ। কিন্তু এখন মনে হয়, হয়তো আমাদের প্রত্যাশাই বেশি ছিল। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক। মব কালচার, নারীর প্রতি বিদ্বেষ, ভাস্কর্য ও মাজার ভাঙার মতো ঘটনা ঘটছে। এসব লজ্জাজনক এবং দুঃখজনক।”
বাঁধনের মতে, অন্তর্বর্তী সরকারের পারফরম্যান্স তাঁকে ‘আনকমফোর্টেবল’ করেছে এবং তিনি ‘ডিজহার্টেড’ (হতাশ)।
তিনি বলেন, “জুলাইয়ের আন্দোলনে যারা ছিলাম, তারা একেকজন একেক ইস্যুতে রাজপথে নেমেছিল। আমি নামিেছিলাম সাম্য ও অধিকার রক্ষার স্বপ্নে। কিন্তু এখন মনে হয়, সেই সুযোগ হয়তো হাতছাড়া হয়ে গেছে।”
বাঁধন আরও বলেন, দেশে ডানপন্থী রাজনীতির উত্থান ঘটছে এবং নারীদের প্রতি বৈষম্য বাড়ছে। “যে ডানপন্থার কথা বলছি, সেটা এক ধরনের চরমপন্থা। যাদের দৃষ্টিভঙ্গি একপাক্ষিক। এ ধরনের বিশ্বাস আগে ছিল না, তা নয়। হেফাজতে ইসলাম নামে একটি সংগঠন গঠিত হয়েছিল অনেক আগেই। নারীদের অসম্মান করার সংস্কৃতি নতুন নয়, কিন্তু এখন সেটা সামনে আসছে আরও খোলাখুলিভাবে।”
তিনি বলেন, “আমি কোনো রকম বৈষম্য মেনে নিই না। আমি সম্পূর্ণ স্বাধীনতা চাই, চাই প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত হোক। বিপ্লব করেছিলাম সেই আশাতেই।”
এমন হতাশার মধ্যেও বাঁধন আশাবাদী— সময়ের পরিক্রমায় পরিবর্তন আসবে, মানুষ সচেতন হবে এবং একটি সমতার বাংলাদেশ গড়ার স্বপ্ন একদিন বাস্তবে রূপ নেবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।