বৃহঃস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

অন্তর্বর্তী সরকারের পারফরম্যান্সে হতাশ বাঁধন

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ১৩:৪৬

সংগৃহীত

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাঁধন বলেন, “আমি চেয়েছিলাম সাম্যের বাংলাদেশ, যেখানে থাকবে ন্যায়বিচার ও মানুষের অধিকার। আমরা ভেবেছিলাম, এটা একটা ঐতিহাসিক সুযোগ। কিন্তু এখন মনে হয়, হয়তো আমাদের প্রত্যাশাই বেশি ছিল। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক। মব কালচার, নারীর প্রতি বিদ্বেষ, ভাস্কর্য ও মাজার ভাঙার মতো ঘটনা ঘটছে। এসব লজ্জাজনক এবং দুঃখজনক।”

‎বাঁধনের মতে, অন্তর্বর্তী সরকারের পারফরম্যান্স তাঁকে ‘আনকমফোর্টেবল’ করেছে এবং তিনি ‘ডিজহার্টেড’ (হতাশ)।

‎তিনি বলেন, “জুলাইয়ের আন্দোলনে যারা ছিলাম, তারা একেকজন একেক ইস্যুতে রাজপথে নেমেছিল। আমি নামিেছিলাম সাম্য ও অধিকার রক্ষার স্বপ্নে। কিন্তু এখন মনে হয়, সেই সুযোগ হয়তো হাতছাড়া হয়ে গেছে।”

‎বাঁধন আরও বলেন, দেশে ডানপন্থী রাজনীতির উত্থান ঘটছে এবং নারীদের প্রতি বৈষম্য বাড়ছে। “যে ডানপন্থার কথা বলছি, সেটা এক ধরনের চরমপন্থা। যাদের দৃষ্টিভঙ্গি একপাক্ষিক। এ ধরনের বিশ্বাস আগে ছিল না, তা নয়। হেফাজতে ইসলাম নামে একটি সংগঠন গঠিত হয়েছিল অনেক আগেই। নারীদের অসম্মান করার সংস্কৃতি নতুন নয়, কিন্তু এখন সেটা সামনে আসছে আরও খোলাখুলিভাবে।”

‎তিনি বলেন, “আমি কোনো রকম বৈষম্য মেনে নিই না। আমি সম্পূর্ণ স্বাধীনতা চাই, চাই প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত হোক। বিপ্লব করেছিলাম সেই আশাতেই।”

‎এমন হতাশার মধ্যেও বাঁধন আশাবাদী— সময়ের পরিক্রমায় পরিবর্তন আসবে, মানুষ সচেতন হবে এবং একটি সমতার বাংলাদেশ গড়ার স্বপ্ন একদিন বাস্তবে রূপ নেবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top