আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস:  বিএনপির যা প্রতিশ্রুতি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ১১:৩০

ছবি: সংগৃহীত

আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে বিএনপি কন্যা শিশুদের স্বপ্ন দেখার, শেখার, নেতৃত্ব দেওয়ার এবং মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার উদযাপন করেছে।

একজন কন্যার বাবা হিসেবে, দলটি মনে করছে যে মেয়েদের ক্ষমতায়ন কেবল নীতিমালা নয়, এটি ব্যক্তিগত দায়বদ্ধতাও। বাংলাদেশের প্রতিটি মেয়ের জন্য সমান স্বাধীনতা, সুযোগ এবং সুরক্ষা নিশ্চিত করা অত্যাবশ্যক।

বিএনপি সরকার বিশ্বাস করে, ইতিবাচক উদ্যোগ ও সুযোগ থাকলে মেয়েদের ক্ষমতায়ন আরও এগিয়ে নেওয়া সম্ভব। ইতিহাস সাক্ষী:

  • রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে পোশাক খাত শিল্প থেকে নারীদের জীবনে অর্থ, সম্মান ও স্বাধীনতা এনে দিয়েছিল।

  • প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মেয়েদের শিক্ষা অধিকারে পরিণত হয়। দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং ‘শিক্ষার জন্য খাদ্য, শিক্ষার জন্য নগদ’ কর্মসূচি লক্ষ লক্ষ মেয়েকে স্কুলে পাঠিয়েছে।

  • ‘মহিলা মাধ্যমিক বিদ্যালয় সহায়তা প্রকল্প’ মাধ্যমিক পর্যায়ে লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করেছে এবং বাল্যবিবাহ হ্রাসে যুগান্তকারী ভূমিকা রেখেছে।

বিএনপি ভবিষ্যতেও মেয়েদের ক্ষমতায়ন এবং মর্যাদা নিশ্চিত করতে পদক্ষেপ অব্যাহত রাখবে:

  1. নারী পরিবারের প্রধানদের নামে ‘পরিবার কার্ড’ – সরাসরি সহায়তা পৌঁছানো।

  2. নারী উদ্যোক্তাদের জন্য ঋণ, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা।

  3. গ্রাম-শহরে মেয়েদের জন্য শক্তিশালী শিক্ষাগত ও বৃত্তিমূলক সুযোগ।

  4. সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি।

  5. মেয়েদের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করা।

  6. স্বাস্থ্য, গ্রামীণ ক্ষমতায়ন ও কর্মসংস্থান নীতিতে নারী ও মেয়েদের বিশেষ গুরুত্ব।

বিএনপি মনে করছে, প্রতিটি স্বপ্ন দেখার মেয়েকে রাষ্ট্রের অংশীদার করা হলে তার বাধা নয়, বরং শক্তি হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top