'ক্ষোভ ঝাড়তে গিয়ে যে উপমা ব্যবহার করেছি সেটা উচিত হয়নি’:সারজিস আলম
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৯:০২

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আয়োজিত পথসভায় বারবার বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় তিনি কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "এই রাজনৈতিক দেউলিয়াদের দেখে নেবো, তাদের কলিজা কত বড়। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো।"
শনিবার (১১ অক্টোবর) পঞ্চগড় শহর থেকে বাংলাবান্ধা পর্যন্ত চাঁদাবাজিসহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে এনসিপির উদ্যোগে লংমার্চ অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৯টার দিকে লংমার্চ শেষে পথসভায় বক্তব্য রাখেন সারজিস আলম। এসময় বিদ্যুৎ বিভ্রাট ঘটলে তিনি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন।তবে রোববার (১২ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে সারজিস আলম নিজের ব্যবহৃত ভাষার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি লেখেন,
"ক্ষোভ ঝাড়তে গিয়ে যে উপমা ব্যবহার করেছি সেটা করা উচিত হয়নি বলে মনে করি।"
বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি লেখেন,
"বিগত এক মাসে পঞ্চগড় জেলায় এনসিপি ৩টি প্রোগ্রাম আয়োজন করেছে। প্রতিটি প্রোগ্রামে যখন আমি বক্তব্য দেওয়া শুরু করি, ঠিক তার এক-দুই মিনিট পরেই বিদ্যুৎ চলে যায়। প্রথমবার কিছু বলিনি, দ্বিতীয়বার সন্দেহ হয়েছিল। কিন্তু এবার নিশ্চিত হয়েছি, এটা উদ্দেশ্যপ্রণোদিত। সকল মিডিয়া এটার সাক্ষী।"
সারজিস অভিযোগ করেন,
"জেলা পর্যায়ে বিভিন্ন সেক্টরের কিছু কর্মকর্তা এই ধরনের ছোটলোকি কিংবা অন্য দলের দালালি মূলক আচরণ করে থাকে। একজনকে ডিস্টার্ব করতে পারলে তারা রাজনৈতিক সফলতা মনে করে।"
তিনি আরও জানান, প্রতিবার অনুষ্ঠান শুরুর আগে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কোম্পানি (নেসকো) কর্মকর্তাদের জানানো হলেও সাড়া মেলেনি।
উল্লেখ্য, সারজিস আলমের নেতৃত্বে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া এনসিপির লংমার্চ পঞ্চগড় শহর থেকে শুরু হয়ে বাংলাবান্ধা পর্যন্ত অনুষ্ঠিত হয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই কর্মসূচি বেশ আলোচনার জন্ম দেয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।