শিক্ষক পেটানো কোনো সভ্য দেশের চরিত্র হতে পারে না : হাসনাত
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৯:২৭

শিক্ষকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “শিক্ষকদের যেভাবে পেটানো হয়েছে, এটা কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না।” তিনি আরও বলেন, “গ্রেপ্তারকৃত শিক্ষকদের সূর্য ডোবার আগে মুক্তি না দিলে এর পরিণাম ভালো হবে না।”
রবিবার (১২ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের চলমান কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ সরকারের সমালোচনা করে বলেন, “দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধি করতে হবে। সরকার যে বৈষম্যমূলক আচরণ করছে, সেই মুনাফিকি আমরা মেনে নেব না।” তিনি বলেন, “আপনাদের এই ন্যায্য ও নৈতিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি এবং আপনাদের ওপর হামলার প্রতিবাদ জানাচ্ছি।”
এদিন সকালে বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। এক পর্যায়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে, এতে অন্তত তিনজন শিক্ষক আহত হন। পরে শিক্ষকরা সরে গিয়ে অবস্থান নেন কেন্দ্রীয় শহীদ মিনারে।
শিক্ষকদের প্রতি একাত্মতা প্রকাশ করে এনসিপির আরেক নেত্রী সামান্থা শারমিন বলেন, “আশা-আকাঙ্ক্ষা পূরণের কোনো চেষ্টা করা হয়নি। বরং শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার কোনো সদিচ্ছা সরকারের নেই।” তিনি শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে অবিচল থাকার আহ্বান জানান।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, তারা সবসময় শিক্ষক সমাজের ন্যায্য দাবির পক্ষে রয়েছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।