নভেম্বরের মধ্যে গনভোট চায় জামায়াতে ইসলামী
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৯:০৫

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের আগে একটি পরীক্ষামূলক গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে তার দল। তিনি বলেন, এই গণভোটে বাড়তি তেমন কোনো খরচ নেই এবং জাতীয় নির্বাচনের সরঞ্জাম দিয়েই এটি পরিচালনা করা সম্ভব।
সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “নভেম্বরে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন করলে পরিবেশ অনুকূলে আনা সম্ভব হবে। তবে এটি জাতীয় নির্বাচনের সঙ্গে একসাথে হলে সমস্যার সৃষ্টি হবে। কারণ জাতীয় নির্বাচন আর গণভোট এক জিনিস নয়।”
তিনি জানান, দল হিসেবে জামায়াত চায় গণভোট আলাদাভাবে হোক, একসাথে নয়। কারণ একসাথে দুই ধরনের ভোটগ্রহণ — জাতীয় নির্বাচন ও গণভোট — অযৌক্তিক এবং এতে ভোটারদের জন্য বিভ্রান্তি তৈরি হতে পারে।
ভোট পদ্ধতি বিষয়ে তিনি বলেন, “পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে ভোট হলে কেন্দ্র দখলের মতো অনিয়মের সুযোগ কমে যাবে।”
প্রবাসীদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। “জন্মসনদ দিয়েও যাতে প্রবাসীরা ভোটার হতে পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা হয়েছে,” বলেন জামায়াতের এই নেতা।
তিনি আরও বলেন, “সরকার যদি গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেয়, তাহলে নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং সক্ষমতা রয়েছে।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।