'ডাকসুর পদবি ব্যবহার করে শিক্ষকদের ওপর মবতন্ত্র অনাকাঙ্ক্ষিত'
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৩:৩৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্রেজারার মহোদয়ের সঙ্গে কিছু ডাকসু নেতার অশোভন আচরণকে কেন্দ্র করে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কঠোর মন্তব্য করেছেন। নাছির তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টে বলেন, ডাকসুর পদবি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর মবতন্ত্র প্রয়োগ করা অনাকাঙ্ক্ষিত এবং অছাত্রসুলভ আচরণ।
তিনি আরও বলেন, ট্রেজারার মহোদয় জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন এবং বিগত প্রশাসনের অব্যবস্থাপনার দায়ও তাদের ওপর চাপানো অযাচিত। তিনি সব ছাত্রসংগঠনকে তাদের দাবি আদায়ে নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণের আহ্বান জানান।
ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং একাডেমিক পরিবেশ নিশ্চিত করা অগ্রাধিকার। ক্যাম্পাস থেকে ভবঘুরে, নেশাগ্রস্ত বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের সরিয়ে দেওয়ার জন্য প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতা জরুরি। এছাড়া সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
নাছির উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনেক অনুমোদিত ও ভাসমান দোকান রয়েছে, যা শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করে। দোকান পরিচালনার জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন। দীর্ঘদিন ধরে চলমান দোকানপাট হঠাৎ করে উচ্ছেদ করা সঠিক নয়। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত নীতিগত সিদ্ধান্ত নিয়ে দোকানপাটকে কাঠামোর মধ্যে আনা হোক, নয়তো নিত্যনতুন বিশৃঙ্খলা সৃষ্টি হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।