রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

অস্ট্রেলিয়ান সংসদ সদস্যদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১২:৩৩

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান | ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা ও নির্বাচনী পরিবেশকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা। এই সমর্থনের প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পোস্টের মাধ্যমে তিনি বলেন, “আমিসহ অনেক বাংলাদেশি অস্ট্রেলিয়ান সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার এবং নির্বাচনী অখণ্ডতার বিষয়ে স্পষ্টতা এবং বিবেকের সঙ্গে কথা বলেছেন।”

তিনি আরও উল্লেখ করেন, “দেশব্যাপী নাগরিকরা রাজনৈতিক অনিশ্চয়তা, নিরাপত্তা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে উদ্বিগ্ন। অস্ট্রেলিয়ান সংসদ সদস্যদের আহ্বান সেই সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যায়, যারা শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যৎ বেছে নিতে চান।”

 

তারেক রহমান জানান, “অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা এই উদ্বেগগুলোকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের সমর্থন বাংলাদেশের চ্যালেঞ্জ ও আকাঙ্ক্ষাকে আন্তর্জাতিকভাবে বোঝার সুযোগ দেয়।”

পোস্টের শেষ অংশে তিনি বলেন, “অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলেছে। আমাদের গণতন্ত্রের প্রতি বিশ্বব্যাপী অঙ্গীকারকে শক্তিশালী করতে অস্ট্রেলিয়ান প্রতিনিধিদের সমর্থন গুরুত্বপূর্ণ।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top